অনলাইন ডেস্ক :
উচ্চ মাধ্যমিক পাস করা চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সাংবাদিক হওয়ার পথে হাঁটতে শুরু করলেন। যদিও আগে একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি স্থপতি হতে চান।
দীঘি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ব্যাচেলরে ভর্তি হয়েছেন। বিষয়টি নিজেই ফেসবুকে জানান দিলেন। মঙ্গলবার (১৬ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি বললেন, ‘আজকেই ভর্তি হয়েছি।’ দীঘি আরও জানান, তিনি চলচ্চিত্রবিষয়ক আরও জ্ঞান নিতে চান। আগ্রহের জায়গা সিনেমাটোগ্রাফি। যদি সিনেমাটোগ্রাফির ওপরে ব্যাচেলর করার সুযোগ থাকত, তবে তাই করতেন। যেহেতু সম্পর্কিত সাবজেক্ট মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম, তাই এটাতেই ভর্তি হয়েছেন। এ ছাড়া সাংবাদিকতা পেশা তার ভালো লাগে। লেখালেখিও পছন্দ করেন তিনি।