
অনলাইন ডেস্ক :
৭ ফেব্রুয়ারী ২০২২ সোমরার ছিল এক্সট্রিম কমিউনিকেশন, এক্সট্রিম স্টাইল ও এক্সট্রিম মাল্টিমিডিয়া’র সিইও এ কে রাসেল এর শুভ জন্মদিন। ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন, যা রোজ ডে হিসাবে সবাই পালন করে। কিন্তু মডেলিং, ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত তাদের জন্য এই দিনটি আলাদাভাবে মনে রাখার মত। একাধারে তিনি সাংবাদিক ও বাংলাদেশের জনপ্রিয় শতাধিক ফ্যাশন হাউজের হেড মিডিয়া দায়িত্ব পালন করে আসছে দীর্ঘবছর যাবত।
প্রায় এই ইন্ডাস্ট্রিতে নিঃস্বার্থভাবে কারো জন্য কিছু করার লোকের যেখানে অভাব, সেখানে মডেলের স্বপ্ন পূরনে সিড়ি হয়ে কিছু মানুষরা কাজ করে। তাদের মাঝে অন্যতম পরোপকারী সরল মনের মানুষ এক্সট্রিম কমিউনিকেশনের সিইও এ কে রাসেল। রোজ ডে-তে এ কে রাসেলের জন্মদিন পালিত হয়।