অনলাইন ডেস্ক :
সম্প্রতি জনপ্রিয় মিউজিক কোম্পানি পাম্মি মাল্টিমিডিয়ার ব্যানার থেকে প্রকাশ পেয়েছে সিলেটি ভাষার জনপ্রিয় গান ‘আমার ময়না টিয়া’ গানের দ্বিতীয় সংস্করণ ‘আমার ময়না টিয়া ২।গানটির কথা ও সুর করেছেন গানের শিল্পী আলী ইনসান। গানের সংগীত আয়োজন করেছেন গাজী কামরুল।
গানটিতে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপন করেছে দারাজ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কিউ.কে রাসেল ও লিমা খান। ১ ফেব্রুয়ারি সন্ধায় পাম্মি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করেন গানের প্রযোজক শাহজাহান মিয়া পাবলু।
এই প্রসঙ্গে পাবলু বলেন, আমাদের সবটুকু দিয়ে কাজটি করার চেস্টা করেছি।গানের শিল্পী আলী ইনসান আগের গানের চেয়েও এই গানে আরও ভালো গেয়েছেন। খেয়াল করে দেখলাম পূর্বের চেয়েও আমাদের এই প্রজেক্টে মডেলরা খুব সুন্দর ভাবে গুছিয়ে অভিনয় ধরে রেখেছেন। মিউজিক ভিডিওটা আপলোড দেওয়ার থেকেই সাড়া পাচ্ছি বেশ। সবমিলিয়ে গানটি নিয়ে আমরা বেশ আশাবাদী। পরিশেষে দর্শকদের অগ্রিম ধন্যবাদ আমাদের এই গানটি গ্রহণ করার জন্য।