অনলাইন ডেস্ক :
সাদা বিকিনি উপরে পাতলা ফিনফিনে শ্রাগ। হাতে একগ্লাস ওয়াইন। আর পিছনে নীল সমুদ্র। ইনস্টাগ্রামের পাতায় এমনই একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সোহিনী গুহরায়। কয়েক দিন আগে শোনা গিয়েছিল সংসার ভাঙছে অভিনেত্রীর। যদিও এ বিষয়ে কখনও কোনও কথা বলতে চাননি তিনি। সেই আলোচনা আরও উস্কে দিল অভিনেত্রীর নতুন এই বিকিনি পোস্ট। মালদ্বীপে ঘুরতে গিয়েছেন তিনি। যাওয়া পর থেকেই একের পর এক ছবি পোস্ট করে চলেছেন তিনি। অভিনেত্রীর এয়ারপোর্ট লুক নিয়েও কম আলোচনা হয়নি। এবার তাঁর ছবি রীতিমতো বোমা ফাটাল। এক দিকে তিলোত্তমা কাণ্ডে উত্তপ্ত গোটা শহর। এক দিকে যেমন সোহিনীর নতুন ছবি আবার আরেক দিকে তাঁর ভাঙা সংসার নিয়েও নানা প্রশ্ন উঠছে। তেমনই আবার অন্য দিকে তাঁর এই ছবি নিয়ে একাংশ আরও সমালোচনাও চলছে।