সানজিদ খানের ঈদ নাটকে আলভী-তিথী

সানজিদ খানের ঈদ নাটকে আলভী-তিথী

অনলাইন ডেস্ক :

সম্প্রতি উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হলো ঈদের বিশেষ নাটক ভাইব এর। দয়াল সাহা’র রচনা ও সানজিদ খান প্রিন্স এর পরিচালনায় ভাইব নাটক টিতে অভিনয় করেছেন- যাহের আলভী, ইফফাত আরা তিথি, রকি খান, আসমা পাঠান রূম্পা, মৌ শিখা, শীমানা শিলা, তমা ইসলাম, মৌমি শেখ প্রমুখ।

বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা “ভাইব” নাটক টি একটি ট্রেন্ডি ঘারানার নাটক যার পরতে পরতে রয়েছে উচ্চ মারগিয় বিনোদনের ছাপ। যা সকল শ্রেনীর দর্শক দের মনে বিশুদ্ধ বিনোদনের দ্যুতি ছড়াবে। ভাইব নাটক টির নির্মান শৈলীর উৎকর্শতা সম্পর্কে জানতে চাইলে নির্মাতা- সানজিদ খান প্রিন্স বলেন আলভী তিথী সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রী রা যেমন তাদের সর্বোচ্চ স্রম ও মেধা খাটিয়েছেন তেমনি আমরাও সর্বোচ্চ টেকনিক্যাল এরেঞ্জমেন্ট রাখার চেষ্টা করেছি যার আউটপুট টা স্ক্রিনে দৃশ্যমান হবে আশাকরি।

দয়াল সাহা রচিত ও সানজিদ খান প্রিন্স পরিচালিত ভাইব নাটক টি একটি বেসরকারি টিভি চ্যানেল এর আগামী ঈদুল আযহা’র ঈদ অনুষ্ঠান মালায় যুক্ত হবে বলে নির্মাতা আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *