অনলাইন ডেস্ক :
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এরই মধ্যে ‘নো এন্ট্রি-২’ নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এতে ‘ভাইজান’র বিপরীতে নাকি অভিনয় করবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সিনেমাটির পরিচালক অনীশ বাজমি জানান, এরই মধ্যে চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে। গল্পটা সালমান খান তা পছন্দও করেছেন। সিনেমাটিতে তিন নায়ক সালমান খান, ফারদিন খান ও অনিল কাপুরের বিপরীতে নাকি দেখা যাবে ৯ জন নায়িকা। কিন্তু তারা কারা এই নিয়ে এখন চলছে জল্পনা। এর আগে সিনেমাটিতে অভিনয়ের জন্য রাশ্মিকা মন্দানা, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়ার নাম শোনা গিয়েছিল। এবার নতুন করে যুক্ত হলো সামান্থার নাম। ‘নো এন্ট্রি’ মুক্তি পায় ২০০৫ সালে। সুপারহিট সিনেমাটিতে তখন নায়িকা ছিলেন বিপাশা বসু, সেলিনা জেটলি, লারা দত্ত ও এষা দেওল। নতুন পর্বে তারা থাকবেন কিনা তা এখনো জানানো হয়নি।