বিনোদন ডেস্ক :
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের প্যানভেলের বাগান বাড়িটি প্রায়ই খবরের শিরোনামে আসে। লকডাউন কাটানো, পরিবারের সঙ্গে ছুটি কাটানো, জন্মদিন পালন, বর্ষবরণের পার্টি কিংবা সাপের কামড়ের খবরের কারণে এই বাগান বাড়ি সম্পর্কে ভক্তদের না জানার কোনো কারণই নেই। সালমান ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই বাগান বাড়ির দাম শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। মহারাষ্ট্রের পানভেল সংলগ্ন জঙ্গল এলাকায় ১৫০ একর জমিতে রয়েছে সালমান খানের বাগান বাড়িটি। ‘সিয়াসাট’-এর সূত্রে জানা গেছে, এই বাগান বাড়ির মূল্য ৮০ কোটি রুপিরও বেশি। সালমানের বাগান বাড়ির পুরো এলাকায় মোট তিনটি বাংলো, একটি সুইমিং পুল, একটি জিমসহ আরও অনেক কিছু আছে। এছাড়াও পাঁচটি ঘোড়া থাকে সেখানে। এমনকি ঘোড়া নিয়ে দৌড়ে বেড়ানোর পর্যাপ্ত জায়গাও আছে। ঘোড়ার যত্নের জন্য নিয়োগ করা হয়েছে একাধিক কর্মী।