অনলাইন ডেস্ক :
বলিউডের ‘ভাইজান’ এর মতো দেখতে আজম আনসারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ মে ৩৪ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে ভারতের ঠাকুরগঞ্জ থানা পুলিশ। পুলিশের বক্তব্য, ক্লক টাওয়ারের কাছে রাস্তা বন্ধ করে শুটিং করছিলেন নকল সালমান খান। এ কারণে জ্যাম বেধে যায় সে এলাকায়। জানা গেছে, আজম আনসারি সালমান খানের ভক্ত। আর তাই সালমানের নাচ, হাঁটা, কথা বলা, অভিনয়, স্টাইল সবই কপি করেন। তাকে উত্তরপ্রদেশের সালমান খান বলা হয়। সামাজিকমাধ্যমে এই ‘নকল’ সালমান খানের রয়েছে অগণিত অনুসারী।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (৭ মে) লখনৌ শহরের বিখ্যাত ক্লক টাওয়ারের কাছের ব্যস্ত রাস্তায় খালি গায়ে রিল ভিডিও বানাচ্ছিলেন আজম আনসারি। দেখতে ও চলনে সালমান খানের মতো হওয়ায় তাকে দেখতে সেখানে বেশ কিছু লোক ভিড় করে। ফলে ওই এলাকায় প্রচণ্ড ট্রাফিক জ্যামের তৈরি হয়। পরে ঠাকুরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।