অনলাইন ডেস্ক :
সম্প্রতি সাউন্ডটেক এর ব্যানারে রিলিজ হয়ে গেল সালমা ও হাফিজ খান এর গান ‘ওরে পাষানী’
ওরে পাষানী গানটির কথা লিখেছেন সময়ের জনপ্রিয় গীতিকবি রবিউল ইসলাম রবি, সুর করেছেন পলক হাসান সুমন, গানটির সংগীত করেছেন হৃষিকেশ রকি। ওরে পাষানী গানটির মিউজিক্যাল ফিল্ম বানিয়েছেন একে মামুন। গানটি মডেল ছিলেন কন্ঠশিল্পী হাফিজ খান ও সীমা।
কন্ঠশিল্পী সালমা বলেন, গানটির কথা ও সুর ছিলো অসাধারণ, স্যাড মেলো ফোক ধাচের গানটি আমার খুব ভালো লেগেছে আশা করি গানটি সবার ভালো লাগবে। তবে হাফিজ খান খুব ভালো গেয়েছেন।
কন্ঠশিল্পী হাফিজ খান বলেন, সালমা অনেক জনপ্রিয় কন্ঠশিল্পী তার সাথে গানটি করতে পেরে আমি খুব আনন্দিত। আশা করি গানটি সবার ভালো লাগবে। দর্শক শ্রোতারা যদি গানটি সাদরে গ্রহন করেন তবেই আমাদের স্বার্থকতা। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই। আমি যেন ভালো কাজ করে সবার মনে জায়গা করে নিতে পারি।
এছাড়াও কন্ঠশিল্পী হাফিজ খানের বেশ কিছু গানের কাজ চলছে। শীঘ্রই রিলিজ হবে।