অনলাইন ডেস্ক :
‘রাধে শ্যাম’-এর পরে ‘আদিপুরুষ’ও ব্যর্থ। তার আগে ‘সাহো’ কিছুটা আলোচনা আসলেও সেই ছবির উপার্জনও তেমন উল্লেখযোগ্য নয়। তাই ‘সালার’ নিয়ে বেশ সতর্ক প্রভাস।
‘বাহুবলী’-র মতো ছবির মাধ্যমে দর্শক ও সমালোচকদের নজরে এসেছিলেন। তবে গত কয়েক বছরে একের পর এক ফ্লপ ছবির চাপে প্রশ্নের মুখে দাঁড়িয়ে দক্ষিণী তারকা প্রভাসের অভিনয় জীবন। ‘বাহুবলী’-র পরে ‘সাহো’ বক্স অফিসে তেমন সফল না হলেও কোনও ভাবে মুখরক্ষা হয়েছিল প্রভাসের। তবে তার পরে একেবারে তলানিতে এসে ঠেকেছে অভিনেতার বক্স অফিস সাফল্য। ‘রাধে শ্যাম’-এর মতো ফ্লপ ছবির পরে চলতি বছরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘আদিপুরুষ’ও। ব্যর্থতার হ্যাটট্রিক ঠেকানোর একমাত্র ভরসা ছিল তাঁর পরবর্তী ছবি ‘সালার’। সেই ছবির মুক্তিও পিছিয়েছে বার বার। এ বার ‘সালার’ নিয়েই বড়সড় সিদ্ধান্ত নিলেন প্রভাস।