সায়েন্স ফিকশন ও রোমান্টিক নাটক নিয়ে ফরহাদ আহমেদ

সায়েন্স ফিকশন ও রোমান্টিক নাটক নিয়ে ফরহাদ আহমেদ

অনলাইন ডেস্ক :

ঈদ উপলক্ষে তিনটি নাটক নিয়ে হাজির হচ্ছেন ফরহাদ আহমেদ। এগুলো হচ্ছে ‘অ্যালগরিদম’, ‘কিডন্যাপ মি প্লিজ’, ‘ব্যাক টু দ্য পাস্ট’। এগুলোর মধ্যে দুটি নাটক সায়েন্স ফিকশন ও একটি রোমান্টিক ঘরানার। আলফা আই’র ব্যানারে নাটক তিনটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।

ফরহাদ আহমেদ বলেন, আমি সবসময় ব্যতিক্রমধর্মী কাজ করতে পছন্দ করি। এবারের ঈদের তিনটি নাটকই আমি আমার পছন্দের গল্প নিয়ে নির্মাণ করেছি। আশা করছি দর্শকরা কাজগুলো পছন্দ করবেন।

‘অ্যালগরিদম’ নাটকটিতে তাহসান অভিনয় করেছেন হ্যাকার মি. হুডের ভূমিকায়। এতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। মি. হুডের প্রধান শত্রুর ভূমিকায় আছেন আরমান শায়ের।

নাটকটি প্রচার করা হবে ইদের ২য় দিন রাত ১১ টায় এনটিভিতে।

‘কিডন্যাপ মি প্লিজ’ নাটকেও প্রধান চরিত্রে আছেন তাহসান খান। তার সঙ্গে আছেন বিদ্যা সিনহা মিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *