সিএমভি’র ব্যানারে আরমান খানের নতুন গান

সিএমভি’র ব্যানারে আরমান খানের নতুন গান

অনলাইন ডেস্ক :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের মাস উপলক্ষে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে প্রকাশিত হচ্ছে শূন্য দশকের জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আরমান খানের কথা-সুর-কণ্ঠে গান ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’। সংগীত ডিজাইন করেছেন আদনান খান। এই গানটির মাধ্যমে প্রকাশ হবে একজন শিল্পীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাইতে না পারার দুঃখ।

রায়হান খানের ভিডিও পরিচালনায় এতে আরমান খান নিজেই থাকছেন পর্দায়। সম্প্রতি শুটিং হয়েছে সিলেটের অভিজাত রিসোর্ট গ্র্যান্ড সুলতানসহ সিলেটের বিভিন্ন লোকেশন।

বিজয় দিবসে এই বিশেষ গানচিত্রটি প্রকাশ পেয়েছে সিএমভি’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রসঙ্গে আরমান খান বলেন, ‘গানটি লিখেছি ১৮ বছর আগে। লেখার অনুভূতিটা এখনও একই আছে। কারণ, এখনও আমার ভেতরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না গাইতে পারার আক্ষেপ কাজ করে। অথচ ১৯৭১ সালে আমার জন্মই হয়নি! তো স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে মনে হলো, এবার অন্তত একটা গান কণ্ঠে নিয়ে দেশটার সামনে দাঁড়াই। আমার বিশ্বাস, গানটি দেশপ্রেমিক প্রতিটি মানুষের ভালো লাগবে অথবা হৃদয়ে নাড়া দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *