সিঙ্গেল লাইফে ভালো আছেন মোনালিসা

সিঙ্গেল লাইফে ভালো আছেন মোনালিসা

অনলাইন ডেস্ক :

মডেল-অভিনেত্রী মোনালিসা ২০১২ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পরের বছর স্বামীর সঙ্গে নিউইয়র্ক পাড়ি জমান তিনি। তবে সেই সংসার সুখের হয়নি। বছরখানেকের মাথায় তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে সিঙ্গেল রয়ে গেছেন মোনালিসা। যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। দেশে এসে বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবারের ঈদে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন, সিঙ্গেল লাইফে বেশ ভালো আছেন। খারাপ লাগছে না। তিনি বলেন, সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোনো চিন্তা, ঝামেলা ও পিছুটান নেই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না। বিয়ে প্রসঙ্গে বলেন, দায়িত্বটা আমি আমার দর্শকদের ওপর ছেড়ে দিতে চাই। সবকিছু তারাই নির্ধারণ করুক, এটাই ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *