বিনোদন ডেস্ক :
চলচ্চিত্রের মহরতে মোনাজাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ‘ইস্টিশন’ নামের একটি চলচ্চিত্রের জন্য শুভ কামনা জানিয়ে মোনাজাত করা হচ্ছে। পাশে বসে মোনাজাত করছেন চিত্রনাট্য লেখক মাসুম রেজা, অভিনেত্রী আফ্রি সেলিনা, অভিনেতা তানভীরসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই সাম্প্রতিক সময়ের ভিডিও বললেও খোঁজ নিয়ে জানা গেছে, এটি ১০ মাস আগের ভিডিও। চলতি বছরের গোড়ার দিকে, জানুয়ারির ১৯ তারিখে রাজধানীর একটি রেস্টুরেন্টে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির কলাকুশলীরা। চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে মোনাজাত নিয়ে কথা হয় কাহিনিকার ও চিত্রনাট্য লেখক মাসুম রেজার সঙ্গে। বুধবার দুপুরে তিনি বলেন, ‘আমি সিনেমাটির রাইটার। আমি অন্যদের মধ্যে সেখানে আমন্ত্রিত। ওই আয়োজনটা সম্পূর্ণই করেন প্রযোজক। তাঁর একটা বিশ্বাসের জায়গা থেকেই অনুষ্ঠানটিকে ওভাবেই সাজিয়েছেন। আর কোথাও মোনাজাত হলে আমি ব্যক্তিগতভাবে এড়িয়ে যেতে পারি।’