সিনেমার সাফল্যে সোনা উপহার দিলেন রামচরণ

সিনেমার সাফল্যে সোনা উপহার দিলেন রামচরণ

অনলাইন ডেস্ক :

নিজের অভিনীত ‘আরআরআর’-এর সাফল্যে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ৩৫ জন কলাকুশলীকে বাড়িতে ঢেকে খাওয়ালেন অভিনেতা রামচরণ। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের হাতে মিষ্টির প্যাকেট ও একটি করে সোনার কয়েন তুলে দিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার এই অভিনেতা। সিনেমাটির এমন সাফল্যের পেছনে অভিনেতা বা পরিচালকের পাশাপাশি কলাকুশলীদেরও অবদান রয়েছে। সেই অবদানকেই স্বীকৃতি দিলেন রামচরণ। রামচরণ কলাকুশলীদের হাতে সোনার যে কয়েন তুলে দিয়েছেন তার ওজন ১১.৬ গ্রাম। অর্থাৎ একেকটি সোনার কয়েনের দাম ৫৫ থেকে ৬০ হাজার রুপি। সবমিলিয়ে হিসেব করলে অন্তত ১৮ লাখ রুপি সোনা ইউনিটের সদস্যদের দিয়েছেন রামচরণ। তেলেগু এই অভিনেতার কাছে এমন উপহার পেয়ে আপ্লুত ‘আরআরআর’ সিনেমার কলাকুশলীরা। সত্যিই চিরঞ্জীবীপুত্রের মন খাঁটি সোনায় মোড়া, এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *