অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রি কঙ্গনা রানাউত। তিনি নিজেকে সব সময় সেরা বলে জাহির করেন। সম্প্রতি তার অভিনীত মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ধাকড়’। মুক্তির পর বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এরপরও নিজেকেই সেরা দাবি করলেন কঙ্গনা। তার মতে, তিনিই বলিউড বক্স অফিস কুইন। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ধাকড়’ সিনেমার ব্যর্থতা প্রসঙ্গে মন্তব্য করেছেন অভিনেত্রী। কঙ্গনা বলেন, ‘২০১৯-এ আমি মণিকর্ণিকা দিয়েছি, ১৬০ কোটি সুপারহিট ছবি। ২০২০ ছিল করোনার বছর। ২০২১-এ আমি ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি ‘থালাইভি’ দিয়েছি, ওটিটিতে এসেছিল এবং বড় সাফল্য পেয়েছে।’ সিনেমাটি নিয়ে এখনো আশা ফুরায়নি জানিয়ে কঙ্গনা বলেন, ‘অনেক নেতিবাচকতা দেখছি কিন্তু ২০২২-এর সবচেয়ে বড় সাফল্য তো ‘লক আপ’ সঞ্চালনা! আর এখনও তো শেষ হয়ে যায়নি। আমার আশা ফুরায়নি।’