অনলাইন ডেস্ক :
বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। তার অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি গত ২০ মে মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর থেকে এ পর্যন্ত ৫৬ কোটি টাকার ব্যবসা করে। বক্স অফিসে সংগ্রহ ছাড়িয়েছে ১৮০ কোটি রুপির বেশি। নেটফ্লিক্সেও সাড়া ফেলেছে সিনেমাটি। ছবির এই সাফল্যে বেশ খুশি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ। সেই খুশিতে নায়ক কার্তিককে বিশালবহুল গাড়ি উপহার দিলো। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার সাফল্যে খুশি হয়ে কার্তিককে তিন কোটি ৭৩ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় 8 কোটি টাকার বেশি) ম্যাকলারেন জিটি স্পোর্টস কার উপহার দিয়েছেন টিসিরিজের কর্ণধার ভূষণ কুমার। কমলা রঙের এই গাড়ি ভারতে কার্তিক ছাড়া এখনও পর্যন্ত আর কারও কাছে নেই। এমন উপহারের কথা অন্তর্জালে শেয়ার করে কার্তিক আরিয়ান মজা করেই লিখেছেন, পরের উপহার যেন ব্যক্তিগত বিমান হয়।