
অনলাইন ডেস্ক :
১২ নভেম্বর, দীপাবলিতে মুক্তি পাচ্ছে “টাইগার ৩”। সপ্তাহ যেতেই ভাইজান ম্যাজিকে মাতবে গোটা বলিউড। কিন্তু তার আগেই কাঁচি করল সিবিএফসি। দৃশ্য থেকে কিছু বাদ না দিলেও “বেওয়াকুফ”, “ফুলিশ” , “মাশরুফ” ইত্যাদি শব্দ ব্যবহার নিয়ে মত দিল না বোর্ড। যেখানেই RAW (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) উল্লেখ করা হয়েছে, সেখানে পরিবর্তে নির্মাতাদের RAW ব্যবহার করতে বলেছে সিবিএফসি । এছাড়াও, অনুরোধ অনুযায়ী জাতীয় সঙ্গীত সংক্রান্ত পরিবর্তন বহাল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিচালক মনীশ শর্মাকে নির্দেশ দেওয়া হয়েছে সাবটাইটেল থেকে এই সব আপত্তিজনক শব্দ বাদ দিতে। এই ছবিতে সালমানের বিপরীতে এই প্রথমবার জুটি বাঁধছেন ইমরান হাশমি। আছেন ক্যাটরিনা কাইফও। ছবি প্রসঙ্গে সলমান আগে মুম্বাই সংবাদ সংস্থার কাছে বলেছিলেন, “টাইগার ৩- এর অ্যাকশন দৃশ্যগুলো বাস্তবসম্মত ও বিশ্বমানের। টাইগার ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে আমি যা পছন্দ করি তা হল নায়ককে জীবনের চেয়ে বড় দেখানো। হিন্দি ছবির নায়ক খালি হাতে লড়াই করতে পারে! রক্ত ঝড়িয়েও শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। টাইগারের এই হাল না ছাড়ার বিষয়টা আমার সব থেকে পছন্দের। ” ছবিটি বড়পর্দায় হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। ছবিতে ক্যামিও চরিত্রে আছেন শাহরুখ খান। সেই জন্যেই মুখিয়ে রয়েছে দুই খানের অগণিত অনুরাগীরা।