সুখবর দিলেন বিপাশা

সুখবর দিলেন বিপাশা

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশ বসু মা হতে চলেছে। সম্প্রতি ২টি ছবি প্রকাশ করে এই সুসংবাদ দিয়েছেন অভিনেত্রী খোদ নিজেই।

ওই ছবিগুলোতে দেখা গেছে, সাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বিপাশার স্ফীতোদর। সেখানে পরম যত্নে হাত দিয়ে আগলে হবু বাবা করণ। অপর ছবিতে বিপাশার পেটে এঁকে দিচ্ছেন চুম্বন। প্রথম ছবিটি শেয়ার করে বিপাশা লেখেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আমদের এই ভালোবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *