বিনোদন ডেস্ক :
‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,/বোলো নাকো কথা অই যুবকের সাথে;/ফিরে এসো সুরঞ্জনা:/নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;’ কবি জীবনানন্দ দাশ তার আকাশলীনা কবিতায় এভাবেই সুরঞ্জনাকে ফিরে আসতে অনুরোধ করেছেন। এবার জনপ্রিয় এই কবিতার ‘সুরঞ্জনা’র চরিত্রে অভিনয় করলেন সাদিয়া জাহান প্রভা। আকাশলীনা কবিতার ছায়া অবলম্বনে নির্মিত একটি নাটকে তাকে সুরঞ্জনা চরিত্রে দেখা যাবে। ‘সুরঞ্জনার শেষ সংলাপ…’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। প্রভা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। নাটকটি প্রচারিত হয় শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় আরটিভিতে।