সেন্সর বোর্ডকে এক হাত নিলেন জয়া

সেন্সর বোর্ডকে এক হাত নিলেন জয়া

অনলাইন ডেস্ক :

প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘শনিবার বিকেল’।

সম্প্রতি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করেন নির্মাতা। এরপরই অন্যান্য নির্মাতা ও অভিনয়শিল্পীরা ‘শনিবার বিকেল’-এর মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন। সেন্সর বোর্ডের কড়া সমালোচনা করে নিজের মতামত জানিয়েছেন দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী লিখেছেন, পৃথিবীর নানা দেশে যখন সেন্সর বোর্ড নামের বালাইটা উঠে যাচ্ছে, আমাদের দেশে সেটা তখন ফাঁসির রজ্জুর মতো চলচ্চিত্রের গলায় চেপে বসছে। এর সর্বশেষ শিকার এখন মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। তিনি জানতে চান, কোনো চলচ্চিত্রের কাহিনী কী হবে, তারও কি এখন প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে? জয়া আহসান লেখেন, চলচ্চিত্রের বিষয় আকাশের তলায় মাটির পৃথিবীর যেকোনো কিছু। চূড়ান্ত কল্পনা, নিরেট বাস্তব, বাস্তব থেকে অনুপ্রাণিত কল্পনা। ‘শনিবার বিকেল’ ছবিতে হোলি আর্টিজানের শোচনীয় ঘটনাটির ছায়া আছে বলে? আসলেই আছে কিনা আমার জানা নেই। যদি থাকেও, তাহলেই বা ছবিটা আটকে দেওয়ার যুক্তি কি? হোলি আর্টিজান ঘটেনি? আমাদের মন থেকে ধুয়েমুছে গেছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *