অনলাইন ডেস্ক :
আমার চোখের পানি লাল/ কষ্ট করে কাটবি কেন, মেহেদী পাতার ডাল/ এই চোখের পানি দিয়ে/ তোর হাত দেব রাঙিয়ে, রক্ত রঙে একে দেব আলপনা পায়ে।
সম্প্রতি অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকর ব্যনারে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদের কণ্ঠে এমন হৃদয়গ্রাহী কথার একটি গান প্রকাশিত হয়েছে।
সুন্দর এই গানটির কথা লিখেছেন আরেক জনপ্রিয় গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ। হৃদয়গ্রাহী গানটির সুর করেছেন তরুণ সুরকার আকরাম খান।
গানটির একটি সুন্দর মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে সাউন্ডটেক এর নিজস্ব ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মডেল শেখ সাকিব ও আনফি। গানটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সাইন্ডটেক খুবই আশাবাদী।
এছাড়া গানের সাথে সংশ্লিষ্ট সবাই গানটি প্রশংসা করে বলেছেন, সস্তা গানের ভিড়ে এটি একটি মানসম্মত গান। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন এবং জনপ্রিয়তা পাবে।