অনলাইন ডেস্ক :
মার্ভেলের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্যা মাল্টিভার্স অফ ম্যাডনেস’। মে মাসের প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে মুক্তি পাবে এই সিনেমাটি। কিন্তু সৌদি আরব, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে সিনেমাটি নিষিদ্ধ করায় সেসব দেশের দর্শকরা বঞ্চিত হবেন।
হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, সমকামিতার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে এই সিনেমা। কারণ, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সমকামিতা অবৈধ। ডক্টর স্ট্রেঞ্জের এই সিকুয়েলে আমেরিকা শ্যাভেজ চরিত্রে অভিনয় করেছেন জোচিটল গোমেজ। কমিকসে চরিত্রটিকে সমকামী হিসেবে দেখানো হয়েছে। এর আগেও যে সিনেমাগুলোতে ‘এলজিবিটিকিউ’ প্রসঙ্গ এসেছে, সে সব সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে ব্যর্থ হয়েছে।
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার পর সৌদি আরব, কুয়েত ও কাতারের সিনেমার ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি করা বন্ধ করে দেয়া হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতে এখনও টিকিট বিক্রি চলছে বলে জানা গেছে। মার্ভেলের জনপ্রিয় চরিত্র ডক্টর স্ট্রেঞ্জ।
আগামী ৬ মে সারাবিশ্বে মুক্তি পাবে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করছেন স্যাম রাইমি। চিত্রনাট্য লিখেছেন মাইকেল ওয়ালড্রন ও জেড হ্যালি বারলেট। বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্স পর্দায় দেখাবে সিনেমাটি।