সৌরভ গাঙ্গুলির ২৫০ কোটির বায়োপিক নির্মাণ করবেন সৃজিত?

সৌরভ গাঙ্গুলির ২৫০ কোটির বায়োপিক নির্মাণ করবেন সৃজিত?

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, ভারতের সাবেক সফল ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ হবে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। তবে কে নির্মাণ করবেন আর সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে চলছে জল্পনা। এবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, একসময় সৌরভ চেয়েছিলেন তাঁর বায়োপিক নির্মাণ করুন পরিচালক সৃজিত মুখার্জি। এ কথা স্বীকার করেছেন স্বয়ং সৃজিত। সংবাদমাধ্যমটিকে সৃজিত জানান, ‘২০১৮ সালে একটি পরিকল্পনা হয়েছিল এবং আমরা অনেক প্রযোজকের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। কিন্তু সে সময় সৌরভ যেহেতু ক্রিকেট নিয়ে খুব ব্যস্ত ছিলেন, তাই আর কোনও চুক্তিতে পৌঁছানো যায়নি।’ সৃজিত মুখার্জি বলেন, ‘আমার সত্যিই জানা নেই, কে এখন বায়োপিকটি নির্মাণ করবেন এবং কে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন। আমাদের (সৃজিত-সৌরভ) যখন আলোচনা হয়েছিল, তখন বায়োপিকে তাঁর ভূমিকায় কে থাকবেন, সে নিয়ে কোনও কথা হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *