স্কুলশিক্ষিকা থেকে বলিউডের জনপ্রিয় নায়িকা

স্কুলশিক্ষিকা থেকে বলিউডের জনপ্রিয় নায়িকা

অনলাইন ডেস্ক :

এই মুহূর্তে বলিউডে জনপ্রিয় অভিনেত্রী। ইদানীং তিনি এতটাই ব্যস্ত যে তার সঙ্গে কথা বলতে তার মাকেও ম্যানেজারের কাছ থেকে সময় চাইতে হয়!

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, তবে বলিউডে পা রাখার আগে এ ব্যস্ততার সঙ্গে ওয়াকিবহাল ছিলেন না এই নায়িকা। কারণ তখন নিজের পেশায় মায়ের অনেক কাছাকাছিই থাকতেন তিনি। ২০১৪ সালে বলিউডে অভিষেক হয় তার। এর আগে মডেলিং করেছেন। তিনি এ সময়ের ব্যস্ততম নায়িকা কিয়ারা আদভানি। কিয়ারা বলেন, বক্স অফিস সাফল্য এবং দর্শক-অনুরাগীদের প্রশংসা তার ভালো কাজ করার ইচ্ছা আরও বাড়িয়ে দিয়েছে।

তবে কর্মজীবনের প্রথম দিকে স্কুলশিক্ষিকা ছিলেন কিয়ারা। আর মুম্বাইয়ের একটি প্লে-স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন তার মা জেনেভিভ আদভানি। সেই স্কুলেই শিক্ষিকা হয়ে যোগ দেন কিয়ারা। খেলার ছলে তাদের লেখাপড়া শেখানোই ছিল এই অভিনেত্রীর পেশা। পরবর্তীতে বলিউডে পা রেখে শিক্ষিকার ভূমিকায় অভিনয় করতেও দেখা যায় তাকে। ‘লাস্ট স্টোরিজ’ সিরিজের প্রথম সিজনের চতুর্থ গল্পে মেঘা উপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন তিনি।

করণ জোহর পরিচালিত ওই গল্পে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে এক শিক্ষিকার চরিত্রেই অভিনয় করেছিলেন। বলিউডে তার আগে অনেক কাজ করলেও ‘লাস্ট স্টোরিজ’-এর মাধ্যমেই দর্শকের নজরে আসেন কিয়ারা। শুধু কিয়ারাই নন, বলিউডে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগে শিক্ষকতায় ছিলেন সান্যা মালহোত্রও। আমির খানের মেয়ের চরিত্রে ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ সান্যার। তার আগে ছিলেন পেশাদার নাচের শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *