বিনোদন ডেস্ক :
পাঁচ বছর আগে নির্মাণ শেষ হয় নির্মাতা প্রসূন রহমানের ছবি ‘ঢাকা ড্রিম’এর। নির্মাণের এতোদিন পর অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২২ অক্টোবর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাচ্ছে ‘ঢাকা ড্রিম’। ছবিটির গল্পটা ঢাকায় আসা বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে। ছবিটির মুক্তি নিয়ে পরিচালক প্রসূন রহমান বলেন ‘খুশির খবর হচ্ছে অবশেষ ছবিটি মুক্তি দিতে পারছি। আপাতত অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দিচ্ছি। পাশাপাশি কিছু সিঙ্গেল স্ক্রিনেও মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীবসহ অনেকে। ৮ অক্টোবর আসে এর ট্রেলার। ছবিটি ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো থেকে ঘুরে এসেছে। কানাডার দ্বিতীয় বৃহত্তর এই উৎসবে গিয়ে প্রশংসিত হয়েছে এই ‘ঢাকা ড্রিম’।