স্টার সিনেপ্লেক্স মাতাতে আসছে ‘ডক্টর স্ট্রেঞ্জ’

স্টার সিনেপ্লেক্স মাতাতে আসছে ‘ডক্টর স্ট্রেঞ্জ’

অনলাইন ডেস্ক :

প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের সুপারহিরো সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর সিক্যুয়েল ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। এরই মধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। শুক্রবার (৬ মে) আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সেন্সর ছাড়পত্র পাওয়া সাপেক্ষে একই দিনে এটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’র অগ্রিম টিকেট নিয়ে কাড়াকাড়ি অবস্থা! টিকেট বিক্রি শুরুর মাত্র ২০ ঘণ্টায় মাল্টিভার্স অব ম্যাডনেস ২০২২ সালের অন্য যেকোনো চলচ্চিত্রের চেয়ে বেশি টিকেট বিক্রি করতে সক্ষম হয়েছে। যার আঁচ লেগেছে বাংলাদেশেও।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের পাশাপাশি স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, মহাখালী এসকেএস টাওয়ার, সনি স্কয়ার সবগুলো শাখাতেই টিকেটের জন্য দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। টিজারে ডক্টর স্ট্রেঞ্জের চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং ওয়ান্ডা ম্যাক্সিমফের চরিত্রে এলিজাবেথ ওলসেনের উপস্থিতিও দারুণ সাড়া জাগিয়েছে। এতে সুপারহিরোকে ভয়ঙ্কর সব রূপের মুখোমুখি হতে দেখা গেছে। এছাড়া সিনেমার ট্রেলারে বিশেষ চমক রয়েছে ওয়ান্ডা তার সন্তান বিলি এবং টমি ম্যাক্সিমফের অদৃশ্য হয়ে যাওয়া! এতে অনেকেই মনে করছেন যে, সুপারহিরোইন স্কারলেট উইচ হিসাবে অন্ধকার দিকে চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *