অনলাইন ডেস্ক :
বলিউডের অভিনেত্রী নীতু চন্দ্রা। একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকমহলে প্রশংসিত হয়েছে তার অভিনয়। বর্তমানে বলিউডের পর্দা থেকে প্রায় হারিয়ে গিয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করলেন এমন ঘটনা যা শুনে রীতিমতো হতবাক হতে হয়। নীতুর কথায়, ‘এক ব্যবসায়ী তাকে স্ত্রী হওয়ার জন্য প্রতি মাসে ২৫ লাখ রুপি (যা বাংলাদেশি টাকায় ২৯ লাখের বেশি) বেতন দেবে অফার দিয়েছিলেন!’
ক্যারিয়ার নিয়ে আক্ষেপ করে নীতু বলেন,‘আমার গল্পটা একজন সফল অভিনেতার ব্যর্থতার কাহিনি। ১৩ জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানুষের সঙ্গে কাজ করেছি। কিন্তু আজ আমার কাছে কাজ নেই, অর্থ নেই।’ ২০০৫ সালে ‘গরম মাশালা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন নীতু। এরপর ‘ট্রাফিক সিগন্যাল’, ‘ওয়ান টু থ্রি’, ‘ওয়ে লাকি লাকি ওয়ে’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।