বিনোদন ডেস্ক :
স্পাইডারম্যান কমিকের একটি পাতা নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ওই কমিক পাতায় ১৯৮৪ সালে প্রকাশিত স্পাইডারম্যানের শিল্পকর্মটি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া এই নিলামে এর দাম উঠেছে ৩.৩৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২৯ কোটি টাকা। মার্ভেল কমিকসের চিত্রশিল্পী মাইক জেক’র নিজ হাতে আঁকা একটি ছবি রয়েছে ওই পৃষ্ঠাটিতে। হেরিটেজ অকশনস ইস্যুটির পৃষ্ঠা ২৫ এর জন্য আর্টওয়ার্কের বর্ণনায় বলেছে, এই পৃষ্ঠাটি গোপন থাকা একটি বড় রহস্যের উন্মোচন। এখানেই পিটার পার্কার আসলে তার নতুন কালো পোশাক পেয়েছিলেন। কিন্তু এটি একটি গোপন পোশাক। কারণ এটি খুব শীঘ্রই জীবিত হতে শুরু করে এবং এর নিজস্ব এজেন্ডা রয়েছে। এটি ভেনম চরিত্রের উৎপত্তি। একই নিলামে ওঠে সুপারম্যান সিরিজের একটি বইও। যেটি বিক্রি হয় ৩.১৮ মিলিয়ন ডলারে। লাখ লাখ ডলারে কমিক বইয়ের পাতা বিক্রি অবশ্য এটাই প্রথম নয়। তবে স্পাইডারম্যানের বইয়ের এই পৃষ্ঠা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড।