স্পাইডার ম্যান সিনেমার টিকেট এর জন্য ওয়েবসাইট সার্ভার ডাউন

স্পাইডার ম্যান সিনেমার টিকেট এর জন্য ওয়েবসাইট সার্ভার ডাউন

অনলাইন ডেস্ক :

‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার আগাম টিকিট কিনতে দর্শকরা সোমবার রীতিমতো হামলেই পড়েছিলেন সিনেমাটির টিকিট বিক্রির ওয়েবসাইটের ওপর। টিকিটের চাহিদা এত বেশি ছিল যে, অতিরিক্ত ব্যবহারকারীর চাপ সামলাতে না পেরে ওয়েবসাইটটিতে রীতিমত ধস নেমেছিল।

টিকেট কেনার জন্য এমন হুড়োহুড়ি ২০১৯ সালের পর আর দেখা যায়নি। এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘স্টার ওয়ার্স: দ্য রাইস অব স্কাইওয়াকার’-এর টিকেট নিয়ে এমন কাড়াকাড়ি দেখা গিয়েছিল।

করোনাকালে বক্সঅফিসে টিকেট বিক্রির এমন চিত্র আর দেখা যায়নি। তাই ওয়েবসাইটে ধস নেমে সাময়িক অসুবিধা হলেও দারুণ খুশি প্রযোজক ও নির্মাতারা।

বক্স অফিস বিশেষজ্ঞরা এতদিন আশা করছিলেন, স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির এই সিনেমাটি ১০০ মিলিয়নের বেশি ব্যবসা করবে। তবে টিকেটের এত চাহিদা দেখে প্রত্যাশা আরও বেড়ে গেছে তাদের।

‘স্পাইডারম্যান’ চরিত্রে টম হল্যান্ডের তৃতীয় সিনেমা এটি। এই সিনেমাতে টম হল্যান্ডের বিপরীতে দেখা যাবে জেনডায়াকে। এছাড়াও ‘অট্টো অক্টাভিয়াস’ চরিত্রে দেখা যাবে অ্যালফ্রেড মলিনাকে। জানা যায়, ১৭ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *