অনলাইন ডেস্ক :
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’। সাগর জাহানের রচনায় বিশেষ ধারাবাহিকটি নির্মাণ করেছেন যৌথভাবে রতন হাসান ও এ আর আকাশ। এতে অভিনয় করেছেন, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, আখম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি, নাদিয়া নদী, দীপা খন্দকার, প্রাণ রায়, রোবেনা রেজা জুই প্রমুখ। ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে নির্মাতারা বলেন, এটা সাধারণ গ্রামের গল্প। তবে মানুষগুলো একটু অচেনা। এই যেমন মকলেস। মকলেসের এক সময় পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, একটা খামার, খামার ভরা মুরগি, পকেট ভরা টাকা, একজন প্রেমিকা এবং এনজিও থেকে নেয়া মোটা অংকের লোনও ছিলো। ভাইরাসের আক্রমণে সব মুরগী মারা যাওয়ার কারণে এখন খামার নেই, মুরগী নেই, টাকা নেই, প্রেমিকাও যায় যায়, শুধুমাত্র বীর বিক্রমে টিকে আছে লোনটা। সেই লোনের কিস্তি শোধ করার জন্য মকলেস গ্রামবাসীর বিভিন্ন পণ্য হোম ডেলিভারির উদ্যোগ নেয়। চলতে থাকে ধারাবাহিকের মজার অথবা টিকে থাকার গল্প। ধারবাহিকটি প্রতি শুক্র, শনি ও রবিবার প্রচার হবে।