হজ থেকে ফিরে সিনেমার টাকা চাইলেন নায়িকা!

হজ থেকে ফিরে সিনেমার টাকা চাইলেন নায়িকা!

অনলাইন ডেস্ক :

নবগত অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া। চলতি বছর পবিত্র হজ পালন করেছেন তিনি। হজে যাওয়ার পর গুঞ্জন শুরু হয় এ অভিনেত্রী অভিনয় ছেড়ে দিচ্ছেন। তবে সালওয়া তখন জানিয়েছিলেন এমন কিছুই না। আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন তিনি।

হজ থেকে দেশে ফিরে এ নায়িক চুপ থাকলেও শনিবার (২০ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি ‘বুবুজান’ সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক দাবি করেছেন। নায়িকা লিখেছেন, কোনো প্রযোজনা সংস্থার কারও ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্ট এর!!! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্ট-এর পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্যান্য সকল কার্যক্রম অব্যাহত রয়েছে ! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়। উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র পর কয়েকটি সিনেমায় কাজ করছেন সালওয়া। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘বীরত্ব’, ‘বুবুজান’ ও ‘এই তুমি, সেই তুমি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *