
অনলাইন ডেস্ক :
দক্ষিণী ছবি যারা দেখেন, তাঁরা অবশ্যই চিনবেন এই অভিনেত্রীকে ৷ কিরণ রাঠোর- তামিল, মালায়লম, তেলুগু, কন্নড়ের পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এখন অত্যন্ত পরিচিত নাম তিনি ৷
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে কোনও ছবি আপলোড হলেই তা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন তাঁর ফ্যানরা ৷ ‘জেমিনি’, ‘ভিলেন’, ‘পরশুরাম’ এবং ‘অ্যানবে শিবম’-এর মতো অনেক সুপারহিট ছবিতেই কাজ করেছেন কিরণ ৷ তাঁর অভিনয়ের দক্ষতাও দর্শকদের মন জয় করেছে ৷
এই সঙ্গে তাঁর ফটোশ্যুট তো রয়েছেই ৷ তাঁর হটনেসেই সবাই ফিদা ৷ অভিনেত্রী সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ছবি, ভিডিও আপলোড করেছেন ৷ যার প্রতিটাতেই লাইকের বন্যা !
সোশ্যাল মিডিয়ায় এমন হট অবতারে মাঝেমধ্যেই ধরা দেন কিরণ ৷ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে ৷ অভিনেত্রীর ফ্যান-ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিরণের এমনই কিছু ‘বোল্ড ছবি’ নিয়ে এখন চর্চা তুঙ্গে ৷ দিন দিন ‘সাহসী’ হয়ে উঠছেন অভিনেত্রী- এমনটাই মত তাঁর ফ্যানদের ৷
সূত্র : নিউজ ১৮ বাংলা।