‘হট হুইলস’ নিয়ে জেজে অ্যাব্রামসের ফিল্ম

‘হট হুইলস’ নিয়ে জেজে অ্যাব্রামসের ফিল্ম

অনলাইন ডেস্ক :

শিশুদের প্রিয় হট হুইলস খেলনা নিয়ে লাইভ-অ্যাকশন চলচ্চিত্র নির্মাণ করবে ‘স্টার ট্রেক’ এবং ‘স্টার ওয়ার্স’খ্যাত নির্মাতা জেজে অ্যাব্রামসের ব্যাড রোবট প্রডাকশন্স। এই প্রজেক্টে তার সঙ্গে থাকবে খেলনা প্রস্তুতকারকের চলচ্চিত্র শাখা ম্যাটেল ফিল্মস এবং ওয়ার্নার ব্রাদার্স। সংবাদ সংস্থার বরাতে জানা গেছে এই চলচ্চিত্রে থাকবে, অতুলনীয় আধুনিক গাড়ি, মনস্টার ট্রাক এবং মোটরসাইকেলের বড় আয়োজন।

ফিল্মের প্লট গোপন রাখা হয়েছে। ৫৪ বছরের ঐতিহ্যের ধারক ‘হট হুইলস’ খেলনা নিয়ে ব্যাড রোবটের প্রধান হ্যানা মিঙ্গেলা বলেন, সারা বিশ্বে খ্যাতি লাভের আগে সাদার্ন ক্যালিফোর্নিয়ার একটি গ্যারাজে এলিয়ট হ্যান্ডলার তার স্বপ্নের বাস্তবায়ন করছিলেন। এটি হল সেই কল্পনা, ভালবাসা আর ঝুঁকির চলচ্চিত্ররূপ। ম্যাটেল ফিল্মসের নির্বাহী প্রযোজক রবি ব্রেনার তাদের দল দর্শকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতার আয়োজন করতে যাচ্ছে।’

গাড়ি সংস্কৃতির বৈশ্বিক নেতৃত্বদানকারী হট হুইলস নতুন এক চ্যালেঞ্জ আনছে। সব বয়সের ভক্তরা এটি উপভোগ করবে। জেজে অ্যাব্রামসের ব্যাড রোবট ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে মিলে হট হুইলসকে পর্দায় আনবে,’ ব্রেনার বলেন। ‘হট হুইলস’ ব্যাড রোবট এবং ওয়ার্নার ব্রাদার্সের মাঝে প্রথম বড় যৌথ প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *