
অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী বলিউড ফিল্মের ভক্ত রয়েছে সারাবিশ্ব জুড়ে। ফলে অনেক আগেই হলিউডের একাধিক শিল্পীকে দেখা গিয়েছিল সুপারহিট হিন্দি গানে কিংবা দক্ষিণী সিনেমার গানেও কোমর দোলাতে। এবার সেই দলেই নাম লেখালেন ড্রিউ ব্যারিমোর। লিলি সিংয়ের সঙ্গে সাক্ষাতে হলিউডের এই নায়িকা নেটদুনিয়ায় হইহই রব তুলেছেন!
৯৪ সালের হিট সিনেমা ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। সেইসময়ে অক্ষয়-শিল্পার রোমান্স বক্স অফিসে ঝড় তুলেছিল। আজ তার দু’দশক পরেও সেই সিনেমার গানের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি! তার মধ্যে ‘চুরা কে দিল মেরা’ গানটি অন্যতম। আর সেই গানেই এবার জমিয়ে নাচলেন হলিউড নায়িকা ড্রিউ ব্যারিমোর।
খ্যাতনামা ইউটিউবার, কমেডিয়ান লিলি সিংয়ের শোয়ে সম্প্রতি আমন্ত্রিত ছিলেন হলিউড এই অভিনেত্রী। সেই টক শো এর মাঝেই দক্ষিণ-এশিয়ার এই জনপ্রিয় ইউটিউবার বলিউড গানে তাঁকে নাচার জন্য আমন্ত্রণ জানান। না করেননি ড্রিউ ব্যারিমোর। বরং লিলির সঙ্গেই গানের প্রতিটা ছন্দে এমনভাবে কোমর দোলালেন, যা দেখে হতবাক নেটদুনিয়া।
সেই নাচের ভিডিও নিজের ইনস্টা প্রোফাইলে পোস্ট করেন লিলি সিং। ক্যাপশনে জানিয়েছেন, “শেষমেশ ড্রিউ ব্যারিমোরের সঙ্গে দেখা হল। কী দারুণ নাচল তাই না! দারুণ মজা করেছি এই শো এ!
৯০-এর এই সুপারহিট গানে ড্রিউ ব্যারিমোর এর ভাইরাল ভিডিও দেখে হতবাক হয়েছেন করণ জোহরও।
তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।