হলিউডের সিনেমায় সঞ্জয় ও সালমান

হলিউডের সিনেমায় সঞ্জয় ও সালমান

অনলাইন ডেস্ক :

বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত ও সালমান খান আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন, তবে এবার বলিউডে নয়, একটি হলিউড থ্রিলার সিনেমায়। তারা এই সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবেন। সিনেমাটির শুটিং বর্তমানে সৌদি আরবের আল-উলা স্টুডিওতে চলছে এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। সিনেমাটির নাম এখনও গোপন রাখা হয়েছে, তবে এটি একটি বিগ বাজেটের অ্যাকশনধর্মী থ্রিলার হবে বলে আভাস মিলেছে। এই সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ করার লক্ষ্যে তৈরি করা হচ্ছে, বিশেষ করে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দর্শকদের জন্য সালমান ও সঞ্জয়কে নেয়া হয়েছে।

এর আগে সালমান ও সঞ্জয় একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, যেমন ‘সাজান’, ‘চাল মেরে ভাই’, এবং ‘ইয়ে হ্যাঁ জালওয়া’। গত বছর তারা ‘ওল্ড মানি’ গানেও একসঙ্গে হাজির হয়েছিলেন।

সালমান খানের ‘সিকান্দার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে, যেখানে দক্ষিণ ভারতের সুপারস্টার রাশমিকা মান্দানা তার বিপরীতে অভিনয় করবেন। অন্যদিকে, সঞ্জয় দত্তের হাতে ‘হাউসফুল ৫’, ‘বাগি ৪’, এবং ‘সন অফ সরদার’ সিক্যুয়েলের মতো বেশ কিছু আকর্ষণীয় প্রজেক্ট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *