অনলাইন ডেস্ক :
বলিউডে বেশ কিছু অ্যাকশন থ্রিলার সিনেমায় অভিনয়ের পর এখন হলিউডে পা রাখছেন টাইগার স্রফ। এ জন্য বেশ উচ্ছ্বসিত তিনি। জানিয়েছেন, শিগগিরই ডিজিটাল মাধ্যমে প্রকাশ পেতে যাচ্ছে তার অভিনীত ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ মুভিটি।
ইতিমধ্যে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টে টাইগার জানিয়েছেন, ডিজিটাল প্লাটফর্ম এ সিনেমা মুক্তির জন্য তিনি ‘সুপার এক্সাইটেড’।
বলিউডের অ্যাকশন স্টার বলেন, ‘আমি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপার হিরোদের ফ্যান। সেই ৪ বছর বয়স থেকে মার্শাল আর্ট শিখেছি। মার্ভেলের সিনেমায় মার্শাল আর্ট দেখে আরও উচ্ছ্বসিত আমি।’
আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ডিজনি-হটস্টার’ এ রিলিজ হবে ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’! এতে টাইগার শ্রুফ অভিনয় করেছেন।