অনলাইন ডেস্ক :
দেশের হলগুলোতে আগামী ২৯ জুলাই মুক্তি পেতে চলেছে মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগেই ছবিটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এরই মধ্যে হাওয়া ছবির অগ্রিম টিকিট সংগ্রহ করছেন সিনেমাপ্রেমীরা।
জানা গেছে, সারাদেশের ২৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। ইতোমধ্যে সিনেমাটির অধিকাংশ প্রেক্ষাগৃহের প্রথম ৩ দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। রাজধানীর শ্যামলী সিনেপ্লেক্সে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিনেস্কোপের মুক্তির প্রথম ৩ দিনের টিকিট বিক্রি শেষ। এদিকে, ‘হাওয়া’ দিয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেটের গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সের। সেখানেও প্রথম ৩ দিনের টিকিট টিকিট বিক্রি শেষ। ‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ। এরই মধ্যে পোস্টার, ট্রেলার ও গানের মাধ্যমে দর্শকের মনে বিপুল উন্মাদনা তৈরি করেছে সিনেমাটি। বিশেষ করে এই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি দেশজুড়ে ছড়িয়ে গেছে। বর্তমানে ‘হাওয়া’র মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত ছবির পুরো টিম!