হানিফ সংকেতের সুরে ইত্যাদিতে গাইলেন জনপ্রিয় ৫ শিল্পী

হানিফ সংকেতের সুরে ইত্যাদিতে গাইলেন জনপ্রিয় ৫ শিল্পী

অনলাইন ডেস্ক :

প্রতিবছর ঈদের আনন্দের সঙ্গে পরিপূরক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতি ঈদে নতুন পর্ব নিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। এবারও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতো এবারও বেশ কিছু চমক নিয়ে পর্বটি সাজিয়েছেন হানিফ সংকেত। এর অন্যতম হলো দেশাত্মবোধক গান। আর এই গানের সুর করেছেন হানিফ সংকেত নিজেই। কণ্ঠ দিয়েছেন পাঁচ তারকা সংগীতশিল্পী।

বরেণ্য এ সংগীতশিল্পীরা হলেন সাবিনা ইয়াসমিন, শুভ্রদেব, রবি চৌধুরী, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালনা করেছেন মেহেদী।

গানটির চিত্রায়ণে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে ট্রমা ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী।

হানিফ সংকেত জানান, শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গানটি ধারণের কাজে সহযোগিতা করেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত করতালির মধ্যদিয়ে গানটি ধারণ করা হয়।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ পর্বটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে।

সূত্র: সময় নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *