বিনোদন ডেস্ক :
প্রথমবারের মতো বৈশাখ নিয়ে গান গাইলেন হাবিব ওয়াহিদ। তার গাওয়া বৈশাখের গানে তুলে ধরা হয়েছে গ্রাম-বাংলার বৈশাখের ঐতিহ্য ও উৎসবের আমেজ।
হাবিবের গাওয়া বৈশাখের গানটি থাকছে সরকারি অনুদানের ছবি ‘গলুই’তে। এই গানের চিত্রায়ণে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খান ও নায়িকা পূজা চেরিকে।
এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমার এই গানে হাবিব ছাড়াও কণ্ঠ দিয়েছেন নবীন গায়িকা জারিন। হাবিবের হাত ধরে এই সিনেমার দুটি গান দিয়েই তার প্লেব্যাকে অভিষেক হচ্ছে।
হাবিবের সুর-সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন সিনেমার পরিচালক এস এ হক অলিক নিজেই। যিনি এর আগে হাবিবের তুমুল জনপ্রিয় ‘হৃদয়ের কথা’, ‘কেনো এমন হয়’সহ আরও একাধিক গানের কথা লিখেছেন।
এস এ অলিক জানান, গানটির শিরোনাম ‘জমবে মেলা’। পহেলা বৈশাখকে সামনে রেখে এপ্রিলের ৮ বা ৯ তারিখের দিকে ইউটিউবে গানটি প্রকাশিত হবে।