বিনোদন ডেস্ক :
দেশের সংগীত জগতের জনপ্রিয় জুটি হাবিব-ন্যান্সি। শুক্রবার বিকালে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাদের নতুন গান ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। সব থেকে মজার বিষয় হলো গানটি লিখেছেন ৬ জন। মূলত হাবিব ওয়াহিদের লেখা ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ লাইনটিকে বাড়িয়ে নিয়ে গেছেন তারা। এ বিষয়ে হাবিব বলেন, ঈদুল আজহার আগের লকডাউনে আমি একটি লাইন লিখি ফেসবুক পেজে এবং জানাই, যারা আগ্রহী তারা যেন একজনের পর আরেকজন বাক্য লিখে একটি অর্থবহ কিছু তৈরি করেন। আমি অভিভূত হয়ে গেছি। সবাই এত সুন্দর সুন্দর লাইন লিখেছেন। আমার কল্পনাতেও ছিলো না যে এত সুন্দর একটা গান হবে।