অনলাইন ডেস্ক :
অভিনেত্রী হিসেবে আলিয়া কতটা দক্ষ, তা আমরা বিভিন্ন ছবিতেই বারবার প্রমাণ পেয়েছি। তার সঙ্গে এরও প্রমাণ পাওয়া যায়, তিনি কতটা ফ্যাশন সচেতন। পোশাক থেকে মেকআপ, ফ্যাশনের সঙ্গে সমঝোতা করতে একেবারেই নারাজ নায়িকা। আর তা বারবারই ধরা পড়ে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সম্প্রতি স্টাইলিস্ট লক্ষ্মী লেহর আলিয়া ভাটের বেশ কিছু ফোটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে পোশাকের সঙ্গে মানানসই অথচ ফ্যাশনেবল প্রসাধনীর সঙ্গে দেখা যাচ্ছে।
অত্যাধিক চড়া মেকআপ নয়, বরং হালকা মেকআপের সঙ্গে ফ্যাশনেবল পোশাকই পছন্দ আলিয়ার। ন্যুড মেকআপে আরও মোহময়ী হয়ে ওঠেন তিনি।