
অনলাইন ডেস্ক :
‘পোস্ত’ মুভির হিন্দি রিমেকের শ্যুটিং এর সমাপ্তি হল। প্রায় দেড় মাস ধরে মুম্বাই-কলকাতা ছুটোছুটি করছেন পরিচালক-প্রযোজক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে এবার স্বস্তিতে ফিরেছেন ‘পোস্ত’র পরিচালকদ্বয়।
উইন্ডোজ প্রোডাকশনস এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় নির্মিত হলো নতুন হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। আর এই ছবির মাধ্যমেই হিন্দি সিনেমায় পা রাখলেন টালিউড নায়িকা মিমি চক্রবর্তী।
২০১৭ সালে ‘পোস্ত’ ছবির স্বাদে মজেছিলেন বাংলার দর্শক। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়ের রসায়ন বক্স অফিসেও বাজিমাত করেছিল। তবে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে মিমি ছাড়া বাকি সবাই মুম্বাইয়ের অভিনেতা-অভিনেত্রী।