হুমা কোরেশির জন্যই ভাঙছে সোহেল-সীমার সংসার!

হুমা কোরেশির জন্যই ভাঙছে সোহেল-সীমার সংসার!

অনলাইন ডেস্ক :

সংসার ভাঙছে সালমান খানের আরেক ভাই সোহেল খানের। স্ত্রী সীমা সচদেবকে ডিভোর্স দিতে চলেছেন এই অভিনেতা। এদিকে গুঞ্জন রটেছে, সোহেল ও সীমার ঘর ভাঙার পেছনে রয়েছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশি! মূলত এই তারকার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়াতেই নাকি ২৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন সোহেল খান। যদি বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তারা। বলিউডের প্রখ্যাত খান পরিবারের এটাই প্রথম না, এর আগে ২০১৭ সালে সালমানের আরেক ভাই আরবাজ খান ও মালাইকা আরোরার ১৮ বছরের সংসার ভেঙে যায়। সোহেল খান ও সীমা খান ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০০ সালে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান। ২০২১ সালে ইয়োহানের দশম জন্মদিন উদযাপন করেন এই দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *