হেমা মালিনীর কারণে মুম্বাই ছাড়েননি শাহরুখ!

হেমা মালিনীর কারণে মুম্বাই ছাড়েননি শাহরুখ!

অনলাইন ডেস্ক :

বলিউড বাদশা শাহরুখ খান গত নব্বইয়ের দশকের শুরুতেও কিং খান হয়ে ওঠেননি। নামের সঙ্গে বলিউড বাদশাহ অভিধাও যুক্ত হয়নি। সালটা ছিল ১৯৯১। ‘দিল অ্যাশনা হ্যায়’ ছবির পরিচালনায় ছিলেন হেমা মালিনী। জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, দিব্য ভারতী, ডিম্পল কপাডিয়ার মতো তারকাদের পাশাপাশি সেই ছবিতেই এক তরুণ অভিনেতাকে ডেকে নেন পরিচালক। সেই নতুন মুখ আর কেউ নন, শাহরুখ খান।

সে সময় একসঙ্গে পাঁচটি ছবির প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু হেমার ছবিতেই প্রথম কাজ শাহরুখের। ছবিটি করতে গিয়ে যে মুম্বাইয়ের প্রেমে পড়ে যাবেন তা হয়তো ভাবেননি এ তরুণ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। শাহরুখ জানান, ‘দিল অ্যাশনা হ্যায়’ ছবির শুটিং চলাকালে হেমা তার চুল আঁচড়ে দিয়েছিলেন একবার। ডেকে বলেছিলেন, ‘তোমাকে মেকআপ করা শিখতে হবে। ফিটফাট থাকতে হবে।’ উত্তরে শাহরুখ হেমাকে বলেছিলেন, আমি আমি দিল্লির ছেলে। মেকআপ সম্পর্কে খুব বেশি ধারণা নেই।’ তখন হেমা নিজেই এসে যত্ন করে শাহরুখের চুল আঁচড়ে দেন। ঠিক সে দিনই মুম্বাই না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম বলিউড বাদশাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *