
অনলাইন ডেস্ক :
বলিউডের সেরা কমেডি সিনেমার তালিকায় যে নামটি সবার আগে উচ্চারিত হয়, সেটা হলো ‘হেরা ফেরি’। এই ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটিই হয়েছে দারুণ সফল। দর্শকের হৃদয় জয় করে সিনেমাগুলো হয়েছে কালজয়ী। মুক্তির দুই দশক পেরিয়ে এখনও সিনেমাটির বিভিন্ন দৃশ্য, সংলাপ নিয়ে চর্চা হয়। সিনেপ্রেমীদের দীর্ঘ অপেক্ষা ছিল, ‘হেরা ফেরি ৩’ কবে আসবে। অবশেষে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নিশ্চিত করলেন, সিনেমাটি আসছে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠিদের নিয়েই আসছে। ভারতীয় গণমাধ্যমকে সাজিদ বলেছেন, পুরনো গল্পের স্বাদ রেখেই নতুন গল্প তৈরি হবে। সেই কমেডি তো থাকছেই। তবে সময়টা যেহেতু বদলেছে, তাই সিনেমাটিকে এখনকার দর্শকদের মতো করে তৈরি করা হবে। আর প্রথম দুই ছবির তারকারাই থাকছেন তাতে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠিকে নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমা। প্রযোজক আরও জানান, ‘হেরা ফেরি ৩’ পরিচালনা করবেন ইন্দ্র কুমার। চলতি বছরের শেষ দিকেই শুরু হবে এর শুটিং। এরপর আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে।