হ্যারি পটার সিরিজের লেখিকাকে হত্যার হুমকি

হ্যারি পটার সিরিজের লেখিকাকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক :

বিতর্কিত ‘দ্য স্যাটানিক ভার্সের’ উপন্যাসের লেখক সালমান রুশদিকে শুক্রবার নিউইয়র্কের এক অনুষ্ঠানে ছুরিকাঘাতে আহত হন। তার ওপর হামলার নিন্দা জানানোয় এবার হ্যারি পটার সিরিজের জনপ্রিয় বৃটিশ লেখিকা জেকে রাউলিংকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

রোববার (১৪ আগস্ট) অনলাইন ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্য লেখক-লেখিকাদের মতো ৫৭ বছর বয়সী লেখিকা জেকে রাউলিংও টুইটারে এর নিন্দা জানান। রুশদির ওপর হামলাকে তিনি ‘হরিফাইং নিউজ’ বা ভয়াবহ হামলা বলে বর্ণনা করেন। আরও লিখেছেন, এই মুহূর্তে খুব খারাপ লাগছে। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। তার এই টুইটের জবাবে একজন টুইটার ব্যবহারকারী তার পোস্টে লিখেছেন, ‘ডোন্ট ওরি ইউ আর নেক্সট’। অর্থাৎ উদ্বিগ্ন হবেন না। এরপর আপনার পালা। এই টুইটার ব্যবহারকারীর নাম মীর আসিফ আজিজ। পরে তার পোস্টের স্ক্রিনশট পোস্ট করেছেন রাউলিং। সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ উল্লেখ করে মীর আসিফ বলেন, ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ফতোয়া অনুসরণ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *