১০০তম পর্ব প্রচারের অপেক্ষায় নাটক ‘শান্তি মলম ১০ টাকা’

১০০তম পর্ব প্রচারের অপেক্ষায় নাটক ‘শান্তি মলম ১০ টাকা’

বিনোদন ডেস্ক :

আরটিভির বহুল জনপ্রিয় ধারাবাহিক ‘শান্তি মলম ১০ টাকা’ ১০০তম পর্ব প্রচারিত হবে শনিবার (১১ সেপ্টেম্বর)। হিমু আকরাম এর রচনা ও পরিচালনায় এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, ফারুক আহমেদ, প্রাণ রায়, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, মনিরা মিঠু, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, জামিল হোসাইন, মুকিত জাকারিয়া, সোহেল খানসহ আরো অনেকে। অভিরামপুর গ্রামের কিছু অশান্তিতে থাকা মানুষকে ঘিরেই ‘শান্তি মলম ১০ টাকা’। নাটক প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু বলেন, নাটকটি দেখলে দর্শক তার শৈশবের গ্রাম, মাটি আর হারিয়ে যাওয়া সময়গুলোকে ফিরে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *