১০০০ কোটির ক্লাবে মোহনলালের ‘থুদারুম’, আমিরাতে দারুণ সাড়া

১০০০ কোটির ক্লাবে মোহনলালের ‘থুদারুম’, আমিরাতে দারুণ সাড়া

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

মালায়ালাম সুপারস্টার মোহনলালের নতুন থ্রিলার ‘থুদারুম’ আমিরাতসহ বিশ্বব্যাপী বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ২ মে মুক্তির পর মাত্র তিন দিনের ছুটির শেষে (২-৪ মে) সংযুক্ত আরব আমিরাতে ছবিটি বিক্রি করেছে ৮৮,৮২৮টি প্রবেশপত্র। এখন পর্যন্ত মোট বিক্রি ৩৫১,৬০৩টি টিকিট—যা মালায়ালাম সিনেমার প্রতি মধ্যপ্রাচ্যের দর্শকদের ভালোবাসার প্রমাণ।

বিশ্বজুড়ে ছবিটির ছয় দিনের আয় ছুঁয়েছে ১০০০ কোটি রুপি। ২০২৫ সালে এটি এই মাইলফলক স্পর্শ করা দ্বিতীয় মালায়ালাম সিনেমা, যেখানে ‘এমপুরান’ মাত্র দুই দিনেই এই লক্ষ্য ছুঁয়েছিল। এ নিয়ে মোহনলালের মোট চারটি সিনেমা ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করল—পূর্বে ছিল ‘পুলিমুরুগান’, ‘লুসিফার’ ও ‘এমপুরান’।

‘থুদারুম’ যদিও উচ্চ-অকটেন অ্যাকশন নয়, এটি ধীরগতির, আবেগনির্ভর এক থ্রিলার। মোহনলাল তার সংবৃত অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন। পাশাপাশি, প্রকাশ বর্মা ও বিনু পাপ্পুর ভীতিজনক পারফরম্যান্সও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। প্রায় ৪৪.৫ মিলিয়ন দিরহামের আয়ে সিনেমাটি মোহনলালের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রমাণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *