১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন আল্লু অর্জুন!

১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন আল্লু অর্জুন!

অনলাইন ডেস্ক :

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হওয়ায় দ্বিতীয় পার্টে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে জোর জল্পনা চলছে। বিশেষ করে আল্লু অর্জুনের পারিশ্রমিক নিয়ে আলোচনার শেষ নেই! বলিউড বাবল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমা নির্মাণে ৪০০ কোটি রুপি বাজেট নির্ধারণ করা হয়েছে। আর আল্লু অর্জুন সিনেমাটির জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন। যদি সবকিছু ঠিক থাকে তবে কোনো সিনেমা থেকে এটি হবে আল্লু অর্জুনের সর্বোচ্চ পারিশ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *